মালদা

প্রশাসনিক বিভাগের খেলা মিশন নির্মল বাংলা একাদশ বনাম গাজোল পুলিশ একাদশ

গাজোল ফ্রেন্ডস ইউনাইটেড ইয়ংস আয়োজিত টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেল রবিবার বি এস ময়দানে।যদিও এদিন প্রতিযোগিতামূলক কোনও ম্যাচ হয়নি।এদিনের এই পরীক্ষা মূলক ম্যাচে অংশ নিয়েছিলেন মিশন নির্মল বাংলা একাদশ এবং গাজোল পুলিশ একাদশ।গাজোল ব্লকে দুই প্রশাসনিক বিভাগের খেলা দেখতে আসে প্রচুর দ্রস্ক।এদিন প্রদর্শনী ম্যাচ শুরুর আগে মাঠের দুই দিকে মিশন নির্মল বাংলার ব্যানার উন্মোচন করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক মলয় মুখ্যপাধ্যায়।তিনি জানান স্বনির্ভর বাংলার যে কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল তা পূর্ণ হয়েছে তাই এই উদ্যোগ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে সেভ-ড্রাইভ সেভ-লাইভ নিয়ে বার্তা দেওয়া হয়।প্রদর্শনী ম্যাচ শুরুর আগে ব্যাট বল নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এডিএম মলয় মুখ্যপাধ্যায়,বিধায়ক দিপালী বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার,বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী,ওসি সঞ্জীব বিশ্বাস প্রমুখ।ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে গাজোল পুলিশ একাদশ।জবাবে ব্যাট করতে নেমে ১২৬ রানে গুটিয়ে যায় মিশন নির্মল বাংলা এর ইনিংস। ৬ উইকেট এবং ১৮ রান করার সুবাদে ম্যান অফদি ম্যাচ নির্বাচিত হন পুলিশ একাদশের প্রতীক চৌধুরী।উদ্যোগতারা জানান ৪ঠা এপ্রিল থেকে মূল টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে খেলুয়াররা অংশ গ্রহণ করবে।